হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় সংকট উত্তরণের জন্য সংলাপ জরুরি: ঢাবির সাবেক উপাচার্য

ঢাবি প্রতিনিধি

জাতীয় সংকট উত্তরণের জন্য জাতীয় সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

আজ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্ত ও বিচারের দাবিতে সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সমাবেশে এ মন্তব্য করেন অধ্যাপক আখতারুজ্জামান। 

সমাবেশ শেষে শিক্ষকেরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে পাঁচ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি দেন। সমাবেশে স্মারকলিপিটি পড়ে শোনান নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ আলী। সেখানে পাঁচ দফা দাবির কথা বলা হয়।

দাবিগুলো হলো কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্যাম্পাসে সংঘটিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা; আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা; আবাসিক হলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীন মতপ্রকাশ এবং যেকোনো ধরনের নির্যাতন-নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করা; গ্রন্থাগারগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিতকরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করা।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘সহিংস কাজের মধ্য দিয়ে কোনো কিছু অর্জিত হবে না। জাতীয় সংকট উত্তরণের জন্য জাতীয় সংলাপ জরুরি। সে জন্য সরকারের উচ্চ মহল থেকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। কেননা এ জাতি যে উচ্চতায় উপনীত হয়েছে, সেখান থেকে পশ্চাতে যেতে পারি না। শিক্ষার্থীরা মূলত দেখিয়েছে নিরস্ত্র অবস্থায় কীভাবে দলমত-নির্বিশেষে সব শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে ন্যায়সংগত ও যৌক্তিক দাবি আদায় করতে হয়।’

তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দেব, তারা কিন্তু জাতিকে আরেকটি শিক্ষা দিল এবং তারা ইতিহাসের একটি অংশ হলো।’

সমাবেশে নীল দল সমর্থিত অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ