রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ বি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট পাঁচজন মারা গেল।
সোমবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, শামীমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে আইসিইউতে ভর্তি ছিল।
এর আগে সোমবার রাতে আরও দুজন মারা যায়। তারা হলো শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও শিক্ষিকা মাহরিন (৪৬)।
বিকেল ৫টা ২৫ পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।