হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর ভূমি অফিসে ঘুষ দাবি, সার্ভেয়ারকে ঘেরাও শিক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে ‘ঘুষ-বাণিজ্য’ ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কার্যালয়ের সার্ভেয়ার মো. রাইসুল ইসলাম একজন পিয়নের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মঙ্গলবার দুপুরে দুজন ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ওই কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা সার্ভেয়ার রাইসুলকে মোবাইলে ডেকে আনেন এবং পিয়ন সোহেলকেও হাজির করে তাঁদের কাছে অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। প্রথমে ওই পিয়নকে চেনেন না বলে দাবি করেন সার্ভেয়ার রাইসুল। পরে শিক্ষার্থীদের তোপের মুখে শিকার করে রাইসুল বলেন, ‘অফিসে লোক কম থাকায় তাঁদের ব্যক্তিগতভাবে বেতন দিয়ে নানা কাজে লাগানো হয়।’ একপর্যায়ে সোহেল অতিরিক্ত টাকা দাবির বিষয়টিও শিক্ষার্থীদের সামনে স্বীকার করেন।

এ সময় শিক্ষার্থীরা ওই সার্ভেয়ারকে ঘেরাও করে রাখেন। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে ভুক্তভোগী রাতুল শেখ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, ‘এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯