হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সাত কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের সুবিধা ভোগ করলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে ঘটছে বিপত্তি। প্রশাসন দুই লেনের এই সড়ক এক লেন করলেও রাতভর যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। তবে সকাল হওয়ার পর থেকে স্বাভাবিক হতে থাকে ১৩ কিলোমিটার মহাসড়কের যান চলাচল।

এদিকে মহাসড়কের পরিবহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায় বিভিন্ন অংশে ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কের কালিহাতী উপজেলার কুচটি থেকে এলেঙ্গা রেলক্রসিং, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে গোবিন্দাসী পর্যন্ত ধীরগতিতে পরিবহন চলাচল করছে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু পূর্ব মহসড়কের সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাত কিলোমিটার সড়কে ধীরগতিতে পরিবহন চলাচল করছে। এতে করে বিপাকে পড়েছে ঘরমুখী মানুষ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুবার সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে ভোররাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু সেতুর ওপর পরিবহন দুর্ঘটনা, যানবাহন হঠাৎ বিকল হয়ে পড়া এবং এক লেনের সড়কে আগে যাওয়ার প্রতিযোগিতার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুতে পরিবহনের চাপ ও যানজটের কারণে টোল আদায় বন্ধ ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, রাতে মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যানজট ছিল। সকালের দিকে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো সল্লা থেকে সেতু পূর্ব পর্যন্ত পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এর আগে রাতে সেতুর ওপর পরিবহনের দুর্ঘটনা ও টোল আদায় বন্ধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার