হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল চুরির মামলায় রিমান্ডে মামুনুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।

আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির