হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাটার ধোঁয়ায় নষ্ট ফসল, ক্ষতিপূরণ দাবিতে ইউএনও অফিসে অবস্থান কৃষকদের

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ক্ষতিপূরণ দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। বরং অভিযোগ উঠেছে, রাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি গিয়ে জোর করে খালি কাগজে স্বাক্ষর নিচ্ছে ইটভাটার লোকজন।

জানা গেছে, ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ জন কৃষকের প্রায় এক শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শামীম জানান, মালিকপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে টালবাহানা করছে। রাতে ভীতির মধ্যে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করছে। এ ঘটনায় তাঁরা আজ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের কার্যক্রম চলছিল। ইটভাটার নির্গত গরম গ্যাস ও ধোঁয়ায় এক কিলোমিটার এলাকার ফসলসহ কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির