হোম > সারা দেশ > ঢাকা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

কিশোরগঞ্জ প্রতিনিধি

১০ টাকা লিটার দুধ কিনতে আসা ক্রেতারা। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।

গত চার বছর সাধারণ মানুষের মাঝে ফার্মটি থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করা হয়েছে। মানবিক উদ্যোগ হিসেবে গত বছর ফার্মটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা লাভ করেছিল। এর ধারাবাহিকতায় এবারও ১০ টাকা লিটার দুধ বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ। তিনি জানান, পাঁচ বছর আগে ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন তাঁর রৌহা গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্মটি প্রতিষ্ঠা করেছেন। খামারটিতে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজা করা হয়। খামার থেকে প্রতিদিন ৯০-১০০ লিটার দুধ পাওয়া যায়। সাধারণ মানুষ রমজান মাসে দামের জন্য দুধ কিনতে পারেন না। তাঁদের কথা ভেবেই খামারটি শুরু করার পর থেকেই প্রতিবছর রমজান মাসে দুধ ১০ টাকা লিটারে বিক্রি করে আসছেন।

ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ বলেন, খামার মালিক এরশাদ উদ্দিন ওমরাহ করার জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। কিন্তু ফার্মটি চালু থাকলে তিনি যে অবস্থাতেই থাকেন না কেন রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রমটি আমাদের অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে রেখেছেন। এ অনুযায়ী এবারও প্রথম রমজান থেকে ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রি শুরু করা হয়েছে।

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড