হোম > সারা দেশ > ঢাকা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

কিশোরগঞ্জ প্রতিনিধি

১০ টাকা লিটার দুধ কিনতে আসা ক্রেতারা। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।

গত চার বছর সাধারণ মানুষের মাঝে ফার্মটি থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করা হয়েছে। মানবিক উদ্যোগ হিসেবে গত বছর ফার্মটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা লাভ করেছিল। এর ধারাবাহিকতায় এবারও ১০ টাকা লিটার দুধ বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ। তিনি জানান, পাঁচ বছর আগে ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন তাঁর রৌহা গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্মটি প্রতিষ্ঠা করেছেন। খামারটিতে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজা করা হয়। খামার থেকে প্রতিদিন ৯০-১০০ লিটার দুধ পাওয়া যায়। সাধারণ মানুষ রমজান মাসে দামের জন্য দুধ কিনতে পারেন না। তাঁদের কথা ভেবেই খামারটি শুরু করার পর থেকেই প্রতিবছর রমজান মাসে দুধ ১০ টাকা লিটারে বিক্রি করে আসছেন।

ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ বলেন, খামার মালিক এরশাদ উদ্দিন ওমরাহ করার জন্য বর্তমানে সৌদি আরবে রয়েছেন। কিন্তু ফার্মটি চালু থাকলে তিনি যে অবস্থাতেই থাকেন না কেন রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রমটি আমাদের অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে রেখেছেন। এ অনুযায়ী এবারও প্রথম রমজান থেকে ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রি শুরু করা হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে