হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশা বাজারে ভারী যান প্রবেশ নিষেধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় যানজট নিরসনে বাজারে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। এ নিয়ে শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভারী যানে লোড-আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে। 

এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এই নির্দেশনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পাংশা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোড বন্ধ থাকবে। পাংশা থানার পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান