হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশা বাজারে ভারী যান প্রবেশ নিষেধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় যানজট নিরসনে বাজারে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। এ নিয়ে শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভারী যানে লোড-আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে। 

এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এই নির্দেশনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পাংশা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোড বন্ধ থাকবে। পাংশা থানার পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট