হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর চকবাজার এলাকায় আট তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে চকবাজার মৌলভীবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের নাম—জীবন মিয়া (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামে মৃত জাকির হোসেনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবনের চাচা মো. জিয়া উদ্দিন বলেন, ‘বর্তমানে চকবাজার মৌলভীবাজার এলাকায় আমজাদ হোসেনের বাসায় ভাড়া থাকত জীবন। তিনি মৌলভীবাজারে একটি মনোহারী দোকানের কর্মচারী ছিল।’

নিহত জীবনের চাচা বলেন, ‘ওই বাসায় সাততলায় আমি ভাড়া থাকি। পাশাপাশি ফ্ল্যাটে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি থাকে। গত বুধবার বাসা থেকে লতিফের একটি মোবাইল চুরি হয়। লতিফ জীবনকে সন্দেহ করে। কিন্তু জীবন মোবাইল চুরি করে নাই বলে জানায়।

জিয়াউদ্দিন আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে লতিফ আমাকে ফোন দিয়ে জীবনের বিচার হবে বলে বাসায় আসতে বলে। রাত সাড়ে ১২টার দিকে আটতলার ছাদে উঠতেই নিচে চিৎকার শুনতে পাই। তখন ছাদে লতিফসহ আরও কয়েকজন ছিল। নিচে গিয়ে দেখি আমার ভাতিজা পড়ে আছে। তখন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘চকবাজার থেকে ওই যুবককে তাঁর স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছে, সে ছাদ থেকে পরে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এ দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গতরাতে মৌলভীবাজার এলাকায় এক যুবক ছাদ থেকে পড়ে মারা গেছে। তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ছিল। তবে ওই যুবক লাফিয়ে আত্মহত্যা করেছে, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব