হোম > সারা দেশ > গাজীপুর

শিক্ষার্থীকে গুলি করার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুরে গুলি করে কলেজছাত্র হৃদয়কে (২০) হত্যার ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জেলার হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আজ শনিবার গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন হৃদয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই সময় পুলিশের কয়েকজন সদস্য কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন। এ সময় তাঁরা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ সদস্য আকরাম তাঁকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের ফুপাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে সহকারী কমিশনার সুবীর কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সদস্য আকরাম অতি উৎসাহিত হয়ে হৃদয়কে গুলি করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে, সেখানে পুলিশ সদস্য আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে।’ 

তাঁকে গ্রেপ্তারের পর শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তোলা হয়। আদালত সোমবার শুনানির তারিখ নির্ধারণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার