হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। তবে পুলিশ বলছে তারা একজনের মৃত্যুর খবর পেয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতদের ঘটনা ঘটে। 

নিহতরা হলো—উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মাসুদ (১৫) এবং একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে শেখ সোহান (১৬)। অন্যদিকে আহত কিশোর সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে মো. রাসেল (১৬)। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত সোহানের চাচা শেখ কামরুল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শেখ সোহানকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে মাসুদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। তবে মৃতের সংখ্যা একজন বলে আমরা জানতে পেরেছি।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব