হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। তবে পুলিশ বলছে তারা একজনের মৃত্যুর খবর পেয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতদের ঘটনা ঘটে। 

নিহতরা হলো—উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মাসুদ (১৫) এবং একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে শেখ সোহান (১৬)। অন্যদিকে আহত কিশোর সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে মো. রাসেল (১৬)। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত সোহানের চাচা শেখ কামরুল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শেখ সোহানকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে মাসুদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। তবে মৃতের সংখ্যা একজন বলে আমরা জানতে পেরেছি।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি