হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। তবে পুলিশ বলছে তারা একজনের মৃত্যুর খবর পেয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতদের ঘটনা ঘটে। 

নিহতরা হলো—উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মাসুদ (১৫) এবং একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে শেখ সোহান (১৬)। অন্যদিকে আহত কিশোর সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে মো. রাসেল (১৬)। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত সোহানের চাচা শেখ কামরুল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় শেখ সোহানকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে মাসুদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রুবেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। তবে মৃতের সংখ্যা একজন বলে আমরা জানতে পেরেছি।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট