ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিডিআর বিদ্রোহ মামলার আসামি গোলজার হোসেন (৬০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আজ শনিবার সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, গুলজার সাবেক বিডিআরের সদস্য ছিলেন তিনি। তাঁর বাবার নাম বয়ান শেখ। বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিউল আরও জানান, নিউমার্কেট থানায় তাঁর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গুলজারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।