হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় আইটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১২৩ প্রতিবন্ধী ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। আগামী শনিবার (১১ মে) অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আসর বসতে যাচ্ছে। 

সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সহযোগিতায় রাজধানীর রূপনগরে বিইউবিটি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১২৩ জন প্রতিবন্ধী ব্যক্তি। 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

বিসিসির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে ১২৩ জন প্রতিযোগী প্রতিবন্ধিতার চারটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ক্যাটাগরিগুলো হলো—ক. দৃষ্টি প্রতিবন্ধী, খ. শারীরিক প্রতিবন্ধী, গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী ও ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি)। 

সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতি ক্যাটাগরিতে সেরা প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। চারটি ক্যাটাগরি থেকে সেরা চারজন প্রতিযোগী আগামী অক্টোবরে ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

আগামী ১১ মে সন্ধ্যায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। 

আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় শেষ দিকে। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটির মাধ্যমে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানো সম্ভব বলে মনে করেন আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। বর্তমান সরকার প্রতিশ্রুতি আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশের উপযুক্ত ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন বিসিসির ম্যানেজার (সিস্টেমস) ও এই আয়োজনের সমন্বয়ক মো. গোলাম রববানী।

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল