হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় ভাঙনে ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ভবন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনে ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিদ্যালয়ের আংশিক ধসে গেছে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মা ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়। ১০০ মিটার ইটের রাস্তা পদ্মার গর্ভে চলে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়ি। অনেকের ফসলসহ ঘর-বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদ্মা পাড়ের মানুষের দুঃখের শেষ নেই। ১২টি পরিবার নিঃস্ব। এর মধ্যে রাত ২টায় বিদ্যালয়টির আংশিক ধসে গেছে।’

ধূলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ খান বলেন, গতকাল রাতে দুইটায় চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধসে গেছে। আবিধারা আর ইসলামের লোকজন ভালো নেই। বাড়ি-ঘর অন্যত্র সরানো হচ্ছে।

হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল হোসেন বলেন, গত সোমবার ওই বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বিদ্যালয়ের আংশিক পদ্মায় ধসে পড়েছে। তবে এর আগে বিদ্যালয় থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল সরানো হয়েছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, গতকাল মঙ্গলবার রাত দুইটায় স্কুলের আংশিক পদ্মায় ধসে গেছে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, ‘গত দুই দিনে পদ্মার আকস্মিক ভাঙনে ঘর-বাড়ি ও বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়ি-ঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি