হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশে প্রথম গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদ্‌যাপন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইসমাইলি মুসলিম কমিউনিটি বাংলাদেশ প্রথমবারের মতো ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’ উদ্‌যাপন করেছে। ঢাকার আগা খান ন্যাশনাল কাউন্সিল ফর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, গ্লোবাল ইসমাইলি সিভিক ডে উপলক্ষে ৩০ টিরও বেশি দেশ থেকে হাজারের ওপর কমিউনিটি স্বেচ্ছাসেবক ৬০ টিরও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমাজের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মিলিত হয়েছেন। এই আন্তর্জাতিক প্রচেষ্টা, সমাজের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতি এবং ভালো নাগরিকত্বের পাশাপাশি পরিষেবা, শান্তি, সহানুভূতি এবং আত্মনিয়োগের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে বলে তাঁদের আশা। 

দুটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, পরিবেশগত ব্যবস্থাপনা এবং করোনা মহামারি মোকাবিলা করা। এ বিষয়ে ইসমাইলি সিভিক স্বেচ্ছাসেবীরা তাদের সময়, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে তাঁদের সহ-নাগরিকদের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। 

বাংলাদেশে এই বিশ্ব সিভিক দিবস উদ্‌যাপন উপলক্ষে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড, আইন প্রয়োগকারী এবং জরুরি সেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের এবং বিভিন্ন স্থানীয় সাংবাদিকদের মধ্যে মেডিকেল ফেস মাস্ক বিতরণ করেছেন। 

এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) সংস্থাগুলো, বেক্সিমকোর পক্ষ থেকে ইয়েলো এবং মিশন সেভ বাংলাদেশ সহযোগিতা করেছে। 

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক