হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশে প্রথম গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদ্‌যাপন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইসমাইলি মুসলিম কমিউনিটি বাংলাদেশ প্রথমবারের মতো ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’ উদ্‌যাপন করেছে। ঢাকার আগা খান ন্যাশনাল কাউন্সিল ফর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, গ্লোবাল ইসমাইলি সিভিক ডে উপলক্ষে ৩০ টিরও বেশি দেশ থেকে হাজারের ওপর কমিউনিটি স্বেচ্ছাসেবক ৬০ টিরও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমাজের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মিলিত হয়েছেন। এই আন্তর্জাতিক প্রচেষ্টা, সমাজের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতি এবং ভালো নাগরিকত্বের পাশাপাশি পরিষেবা, শান্তি, সহানুভূতি এবং আত্মনিয়োগের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে বলে তাঁদের আশা। 

দুটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, পরিবেশগত ব্যবস্থাপনা এবং করোনা মহামারি মোকাবিলা করা। এ বিষয়ে ইসমাইলি সিভিক স্বেচ্ছাসেবীরা তাদের সময়, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে তাঁদের সহ-নাগরিকদের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। 

বাংলাদেশে এই বিশ্ব সিভিক দিবস উদ্‌যাপন উপলক্ষে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড, আইন প্রয়োগকারী এবং জরুরি সেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের এবং বিভিন্ন স্থানীয় সাংবাদিকদের মধ্যে মেডিকেল ফেস মাস্ক বিতরণ করেছেন। 

এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) সংস্থাগুলো, বেক্সিমকোর পক্ষ থেকে ইয়েলো এবং মিশন সেভ বাংলাদেশ সহযোগিতা করেছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা