হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয় নিন্দা জানানোর দাবি

ঢাবি প্রতিনিধি

ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক রাসুল (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। তবে মানববন্ধনকারী শিক্ষার্থীদের অধিকাংশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আনাস ইবনে মুনীরের সঞ্চালনায় মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসাইন বলেন, ‘আমরা দেখেছি ভারতে বিভিন্ন সময়ে মুসলমানদের নির্যাতন করা হয়, এনআরসির নামে মুসলমানদের নাগরিকহীন করে দেওয়া, রাষ্ট্রহীন করে দেওয়ার চক্রান্ত চলছে বিজেপি সরকারের মাধ্যমে। তারই অংশ ছিল রাসুল (সা.)-এর অবমাননা। বর্তমানে সারা বিশ্ব আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সব রাষ্ট্র এ বিষয়ে রাষ্ট্রীয় প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত এ বিষয়ে প্রতিবাদলিপি পেশ করা হোক এবং সেখানে মুসলমানদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাদ্দেকা আফরিন দোলা বলেন, ‘ভারতে বিজেপি নেতা রাসুল (সা.) এবং আয়েশা (রা.)কে নিয়ে কটূক্তি করেছেন। মুসলিম রাষ্ট্রগুলো এই কটূক্তির রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে, কিন্তু আমাদের সরকার এখনো কোনো প্রতিবাদ বা নিন্দা জানায়নি। আমরা বিভিন্ন সময়ে দেখেছি, ভারত হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভিন্ন মন্তব্য করে অসাম্প্রদায়িকতার বন্ধন নিশ্চিহ্ন করতে চায়। আমরা চাই এ ধরনের মন্তব্য যেন আর না হয়।’ 

দোলা আরও বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) মুসলিম এবং মুসলিম রাষ্ট্রে একজন ভালোবাসার স্থান। তাঁকে নিয়ে কেউ কটূক্তি করলে সেটি একজন মুসলমান হিসেবে আমরা মেনে নেব না। বাংলাদেশ সরকারও যেন এই কটূক্তির নিন্দা জ্ঞাপন করে। ভবিষ্যতে যেন এ ধরনের কটূক্তি না করা হয়, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’ 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, ‘আমরা দেখতে পাই, ভারতের বিজেপির ওই নেতার বক্তব্যে হজরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তির ফলে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যেভাবে ভারতের পণ্য বয়কটসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, আমাদের দেশ থেকেও সরকারিভাবে প্রিয় নবীকে কটূক্তির কারণে এ রকম পদক্ষেপ নেওয়া হোক।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার