হোম > সারা দেশ > ঢাকা

চাকরির বয়স ৩৫–এর দাবিতে ফের আন্দোলন, পুলিশের লাঠি চার্জ-জলকামানে ছত্রভঙ্গ

আজকের পত্রিকা ডেস্ক­

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের মাঠে নামলে আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ করে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। পরে শহীদ মিনারের দিকে যেতে থাকে তারা। সেখান থেকে সচিবালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যায় আন্দোলনকারীরা। শিক্ষাভবনের সামনে গেলে সেখানে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয় পুলিশ।

এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ে যেতে চাইলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। এরপর তাদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্র ভঙ্গে করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা প্রথমে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। আমরা তাতে কোনো বাঁধা দিইনি। কিন্তু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে নিরাপত্তার জন্য পুলিশ ব্যারিকেড তৈরি করে। সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয় ও জলকামান ব্যবহার করে।’

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার