হোম > সারা দেশ > ঢাকা

চাকরির বয়স ৩৫–এর দাবিতে ফের আন্দোলন, পুলিশের লাঠি চার্জ-জলকামানে ছত্রভঙ্গ

আজকের পত্রিকা ডেস্ক­

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের মাঠে নামলে আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ করে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। পরে শহীদ মিনারের দিকে যেতে থাকে তারা। সেখান থেকে সচিবালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যায় আন্দোলনকারীরা। শিক্ষাভবনের সামনে গেলে সেখানে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয় পুলিশ।

এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ে যেতে চাইলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। এরপর তাদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্র ভঙ্গে করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা প্রথমে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। আমরা তাতে কোনো বাঁধা দিইনি। কিন্তু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে নিরাপত্তার জন্য পুলিশ ব্যারিকেড তৈরি করে। সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয় ও জলকামান ব্যবহার করে।’

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি