হোম > সারা দেশ > ঢাকা

কারিতাস বাংলাদেশের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের নাম ও লোগো ব্যবহার করে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রকল্প অফিসার’ ও ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদে নিয়োগের নামে ভুয়া চাকরি বিজ্ঞপ্তি প্রচার বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি।

কারিতাস বাংলাদেশ জানিয়েছে, প্রতিষ্ঠানটি এমন কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। সম্প্রতি কারিতাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই সতর্কতার বিষয়ে জানানো হয়।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভূয়া বিজ্ঞপ্তিতে দেখা যায়, ভূয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রোগ্রাম অফিসার পদে ৬৭১ জন ও সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে ১৮৪০ জন নিয়োগের তথ্য দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতারকচক্রের বানানো একটা ই-মেইলে পাঠানোর জন্যও নির্দেশনা দিয়েছে তারা। পরবর্তীতে আবেদনকারীদের সরলতার সুযোগ নিয়ে একটি নাম্বার (০১৯০৪২০০১৬২) থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের ফাঁদ পেতেছে প্রতারকচক্র।

এ বিষয়ে কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) এর ইস্যুকইস্যুকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিতাস বাংলাদেশ সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট, ফেসবুক বা লিংকডইন; সাপ্তাহিক প্রতিবেশী, বিডিজবস এবং দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকে। কারিতাস বাংলাদেশ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিতাস বাংলাদেশ এর নাম ও মনোগ্রাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি কারিতাস বাংলাদেশ এর সঠিক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য নিম্নের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে:

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে