জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশ) নতুন কমিটি-২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন নীল দলের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকেরা। পরবর্তীতে বিদায়ী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়েছে।