হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশানের ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে ডাকাত প্রবেশ করে। স্থানীয়রা ভবনটি ঘেরাও করে ফেলে। পুলিশ ও সেনাবাহিনী এসে ১০ জনকে গ্রেপ্তার করে। ব্যাংক থেকে কোনো টাকা পয়সা লুট করতে পারেনি তাঁরা। 
 
ভবনটির নিরাপত্তাকর্মীরা বলেন, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটির সামনে আসেন। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালান। স্থানীয়রা টের পেয়ে ভবনটি ঘেরাও করে। খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা। ডাকাত সন্দেহের এই দলটি মাস্ক পরিহিত অবস্থায় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের কয়েকজন পালিয়ে যায়, তবে ১০ জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। 

ফাইন্যান্স স্কয়ার ভবনে এক্সিম ব্যাংকের ওই শাখার রিলেশনশিপ ম্যানেজার (ভাইস প্রেসিডেন্ট) সামসুন তামান্না জান্নাত শিমলা বলেন, ফাইন্যান্স ভবনে এক্সিম ব্যাংকের শাখায় গতরাতে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় গুলশান থানা-পুলিশ। এরপর সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আরও কিছু নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক