হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পুলিশের হাতে কামড় দিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর পল্লবীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁর হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা-পুলিশ। সেই আসামি পালালেও ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে পল্লবী থানা এলাকার মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মো. সোহাগ (৩২), মো. জসিম (৪৫), শবনম (৩১), ডলি বেগম (৪২) ও জাকিরকে (২২) গ্রেপ্তার করা হয়।

আহত ওই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল বাশার।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পী নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন, পুলিশ সদস্যদের ওপরে হামলা করেন। বাশার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন পলাতক।’ ‎

ওসি আরও বলেন, ‘পুলিশকে আহত করে হ্যান্ডকাফসহ আসামিকে নিয়ে পালানোর ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাপ্পীকে ধরতে অভিযান চলছে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট