রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে শেষ রাতের দিকে অগ্নিকাণ্ডে কক্ষের ভেতরে আটকে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ওবায়দুল হক ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। তাঁদের আনুমানিক বয়স ৭০ বছর।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে এ খবর নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস।
তিনি জানান, শেষ রাতের দিকে গুলশান-১-এর ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির বেডরুমে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান। শরীর দগ্ধ হওয়ার কোনো চিহ্ন ছিল না।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টার দিকে ৭ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলার একটি বেডরুমে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছিল।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।