হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে শোয়ার ঘরে ধোঁয়ায় অসুস্থ বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে শেষ রাতের দিকে অগ্নিকাণ্ডে কক্ষের ভেতরে আটকে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ওবায়দুল হক ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। তাঁদের আনুমানিক বয়স ৭০ বছর।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেলে এ খবর নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস।

তিনি জানান, শেষ রাতের দিকে গুলশান-১-এর ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির বেডরুমে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান। শরীর দগ্ধ হওয়ার কোনো চিহ্ন ছিল না।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টার দিকে ৭ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলার একটি বেডরুমে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছিল।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ