সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী রোববার (২৭ মার্চ)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে দোয়া মাহফিল, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে মরহুমের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
গত বছরের ২৭ মার্চ মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এরশাদ সরকারের শাসনামলে শিক্ষা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে বিভিন্ন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চাটখিল আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
মাহবুবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে ফয়সাল মাহবুব ইউনাইটেড গ্রুপের প্রধান স্থপতি হিসেবে কাজ করছেন। মেজ ছেলে মোরশেদ মাহবুব ব্যবসায় নিয়োজিত। মেয়ে ফারাহ মাহবুব সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি। এ ছাড়া ছেলে ফারুক মাহবুব ও ফিরোজ মাহবুব যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন।