হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় শেষ রাতে করপোরেট অফিসে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে বেস্টটেক্স ইন্টারন্যাশনাল নামের একটি করপোরেট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আজ রোববার ভোর ৪টা ৫ মিনিটে উত্তরার গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের ১৮ নম্বর বাসার সপ্তম তলার ওই অফিসটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

অফিসটিতে মেশিনারিজ ইমপোর্টের কার্যক্রম পরিচালনা করা হতো। অফিসটির সিনিয়র ম্যানেজার মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি এসি, ৩০টি কম্পিউটার ও বিভিন্ন ফার্নিচার পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত ৪টা ২২ মিনিটে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সাড়ে ৫টা বেজে যায়।’ 

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় কেউ অফিসে ছিল না। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অফিসটি তালাবদ্ধ থাকায় তালা কেটে ভেতরে প্রবেশ করে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়েছে।’ 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। করপোরেট অফিসটির মালিক বিদেশে থাকায় অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অফিসের সার্ভার, কম্পিউটার, চেয়ার, টেবিলসহ অন্যান্য ফার্নিচার পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ