হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে জোন্তা গ্রামের রফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সমেজান (৫০) ওই গ্রামের রফিকুলের স্ত্রী। রফিকুল ঢাকায় ভ্যান চালান।

সমেজানের ছেলে সুমন (১৩) আজকের পত্রিকাকে জানায়, ঘটনার সময় সে ঘরের বাইরে ছিল। ওই ঘরেই সে আর তার মা থাকতেন।

আজ বিকেলে তার মা চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে ঘরে গিয়েছিলেন। চার্জ দেওয়ার প্লাস্টিক বোর্ডটিতে চার্জার আটকে যাওয়ায় টানাটানির একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন সমেজান। পরে সেই বৈদ্যুতিক বোর্ড থেকে ঘরে আগুন লেগে যায়। এ সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘড়ে থাকা সব মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

দৌলতপুর ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেছি, ঘটনাটি খুব মর্মান্তিক। আমারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেব।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির