হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে জোন্তা গ্রামের রফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সমেজান (৫০) ওই গ্রামের রফিকুলের স্ত্রী। রফিকুল ঢাকায় ভ্যান চালান।

সমেজানের ছেলে সুমন (১৩) আজকের পত্রিকাকে জানায়, ঘটনার সময় সে ঘরের বাইরে ছিল। ওই ঘরেই সে আর তার মা থাকতেন।

আজ বিকেলে তার মা চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে ঘরে গিয়েছিলেন। চার্জ দেওয়ার প্লাস্টিক বোর্ডটিতে চার্জার আটকে যাওয়ায় টানাটানির একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন সমেজান। পরে সেই বৈদ্যুতিক বোর্ড থেকে ঘরে আগুন লেগে যায়। এ সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে সমেজান পুড়ে ছাই হয়ে যায়। ঘড়ে থাকা সব মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, খুবই ভয়াবহ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

দৌলতপুর ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেছি, ঘটনাটি খুব মর্মান্তিক। আমারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেব।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির