হোম > সারা দেশ > ঢাকা

সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করতে পারবে না বিএনপি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের জনসমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করতে পারবে না বিএনপি। এই শর্তসহ মোট ২৬টি শর্তে আজ দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখা। 

এর আগে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’

আগে ২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। এবার নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তী সময় ভেন্যু পরিবর্তন করে দলটি।

গত শুক্রবার নয়াপল্টনে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ডেড ভাষণ প্রচার করেছিল বিএনপি। তারেক রহমান আদালতের রায়ে দণ্ডিত আসামি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির