হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কামরুজ্জামান (৪১) নামের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। ডিএমপির তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রীজ এলাকায় আজ রোববার ভোর ৫টার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কনস্টেবল মো. কামরুজ্জামান ডিএমপির তুরাগ থানায় কর্মরত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবাথান এলাকার মো. ওসমাম গণি মোল্লা ওরফে লাল মিয়া ও মৃত কমলা বেগম দম্পতির ছেলে। কামরুজ্জামানের দুই ছেলে রয়েছে। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রত্যাশা ব্রিজ এলাকায় পরিদর্শক (অপারেশ) শেখ মফিজুল ইসলাম ও এসআই হাদিসুজ্জামানের সঙ্গে চেকপোস্ট ডিউটি করছিলেন। ভোর ৫টার দিকে টয়লেটে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি মুঠোফোনে তিনি কর্তব্যরত এএসআই মো. তোফায়েলকে জানান। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।’ 

ওসি মওদুদ আরও বলেন, ‘পরবর্তীতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাঁকে দেখতে যায়। সেই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না