হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের ধাওয়া খেয়ে বাসের নিচে অটোচালক

গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ বলছে ধাওয়া নয়, পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাসের নিচে পড়েন।

আহত অটোরিকশা চালক মো. সিহাব মিয়া (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষুসিয়া গ্রামের মো. সাইদুল খানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় তালগাছিয়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীর করাত কলের শ্রমিক মো. ফারুক মিয়া বলেন, একটি অটোরিকশাযোগে দুজন পুলিশ পোশাক পড়া অবস্থায় অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় অটোরিকশা চালক দ্রুত অটোরিকশাটি ঘুরাতে গিয়ে দ্রুত গতির একটি বাসের নিচে চাপা পড়েন।

স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশা চালক বাসের নিচে চাপা পড়েন। তাঁকে আমরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ দেখে অটোরিকশাচালক দ্রুত গতিতে পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। পুলিশ আগে থেকেই ওই স্থানে একটি দুর্ঘটনার বিষয়ে কাজ করছিল। পুলিশ তাদের নিজস্ব পরিবহনে ছিল। অটোরিকশায় যাওয়ার বিষয়টি সঠিক নয়।

ওসি বলেন, গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ