হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সংযোগ সড়কের টেংরা রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল জলিল হোসেন (৪৩) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দে বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে ছুটে এসে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। এরপর আমরা কাছে এসে দেখি তিনি মারা গেছেন। পাশেই একটি ট্রাক এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। আমার আগেই আরও কয়েকজন এসে দ্রুতগতির ট্রাকটি আটক করেন। দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক ফেলে চালক পালিয়ে যান।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে, এখন পর্যন্ত কেউ তাঁকে চিনতে পারছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। স্থানীয় লোকেরা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে রেখেছে। সেটি জব্দ করে থানায় নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ