হোম > সারা দেশ > ঢাকা

আয়রনম্যান প্রতিযোগিতায় পুলিশের মিশু বিশ্বাসের সাফল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কে আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন পুলিশের মিশু বিশ্বাস। আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় খেলার নিয়ম অনুযায়ী বিরতিহীনভাবে তিনটি ইভেন্ট সাড়ে ৬ ঘণ্টা ৩৫ মিনিটে শেষ করেন তিনি। এ বছর তিনিই বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী ছিলেন। মিশু বিশ্বাস ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত। 

গত রোববার তুরস্কে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা-২০২১ এ পুলিশ কর্মকর্তা অংশ নেন। প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং স্পোর্টস ইভেন্ট হিসেবে পরিচিত। এবারের আয়রনম্যান প্রতিযোগিতায় ৮৩টি দেশ থেকে ৩ হাজার ৩০০ প্রতিযোগী অংশ নেন। 

খেলার নিয়ম অনুযায়ী সাঁতার ১.৯ কিলোমিটার, সাইক্লিং ৯০ কিলোমিটার ও দৌড় ২১.১ কিলোমিটার মাত্র সাড়ে ৮ ঘণ্টায় শেষ করতে হয়। সেখানে এই পুলিশ কর্মকর্তা সাড়ে ছয় ঘণ্টায় শেষ করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রথম কর্মকর্তা হিসেবে এই প্রতিযোগিতা সফলভাবে শেষ করেন তিনি। প্রতিযোগিতায় মিশু বিশ্বাসের সঙ্গে নাভানা গ্রুপ সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। 

এডিসি মিশু বিশ্বাস এর আগে বঙ্গবন্ধু ম্যারাথন, মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আলট্রা ম্যারাথন, সিঙ্গাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথনসহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশে প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন। 
 
মিশু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্য হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি সাঁতার ও দৌড় আমার পছন্দ। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে। চাকরির পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে পুলিশের গৌরব বৃদ্ধির জন্য অনুপ্রেরণা দেওয়ায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, মিশু বিশ্বাস ৩৩ তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু