হোম > সারা দেশ > ঢাকা

‘বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা নেন প্রায় ৪০ শতাংশ মানুষ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হোমিওপ্যাথিক দিবস ২০২৫ ও এই চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা।

বাংলাদেশের ৪০ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন বলে জানিয়েছেন ডা. মো. রাশিদুল হক। তিনি বলেন, দেশি এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ৪০ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও একাধিকবার এটা প্রমাণিত হয়েছে।

আজ বৃহস্পতিবার হোমিওপ্যাথিক দিবস ২০২৫ ও এই চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনে গ্র্যান্ড আজাদ সেন্টারে এ সেমিনার আয়োজিত হয়।

সেমিনারের আয়োজক ডা. রাশিদুল হক আরও বলেন, হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। সব বয়সের ও সব রোগের জন্যই এটা উপযোগী চিকিৎসা ব্যবস্থা। মানুষ হোমিওপ্যাথি ডাক্তারদের খুব সহজেই কাছে পাচ্ছে। পাশাপাশি চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা বেশি গ্রহণ করছে।

সেমিনারে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার ও জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসকের কাজ করার পথ সৃষ্টির দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা।

বক্তারা বলেন, বিকল্প ওষুধের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। ১৭৯৬ সালে এর উদ্ভাবন করেন ডা. স্যামুয়েল হ্যানিম্যান। রোগীকে অল্প ওষুধ দিয়ে সুস্থ করে তোলাই হোমিওপ্যাথির মূলমন্ত্র।

তাঁরা আরও বলেন, চিকিৎসকদের মধ্যে পেশাগত অহমিকা, লোভ, হিংসা এবং মাল্টিন্যাশনাল ড্রাগ কোম্পানিগুলোর হোমিওপ্যাথিকে তাদের স্বার্থের পরিপন্থী মনে করে ডা. স্যামুয়েল হ্যানিম্যানের বিরুদ্ধাচরণ শুরু করেন। বর্তমানেও এর ধারাবাহিকতা দৃশ্যমান রয়েছে বলে দাবি করেন তাঁরা।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত