হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা মামলায় ছোট ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির ভিটা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট ভাই আব্দুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ বাড়ির ভিটা নিয়ে বিরোধে জেরে তাঁর বড় ভাইকে ছুরিকাঘাত করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির ভিটা নিয়ে তাঁরই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলছিল। একপর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পাশের শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আব্দুল হাইকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহেরা বাদী হয়ে আজ বিকেলে করিমগঞ্জ থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল অভিযুক্ত নিহতের ছোট ভাই আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি