হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলার জেল পলাতক আসামি সাজেদুলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ডিএমপির কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্তে নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মো. সাজেদুল ইসলামসহ ৩ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসামি মো. সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তি জেল থেকে পলায়নপূর্বক আত্মগোপন করেন। 

গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে