হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, সুবিধা পাচ্ছেন ট্রান্সজেন্ডাররা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২৯ এপ্রিল শুরু হবে। এতে ভর্তি পরীক্ষায় সুবিধা পাবেন ট্রান্সজেন্ডাররা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। আগামী একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক  ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২৯ এপ্রিল শুরু হবে বলে সুপারিশ করা হয়েছে। পরবর্তী সভায় তা চূড়ান্ত হবে। 

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে আমাদের স্নাতক পূর্ব ভর্তি প্রোগ্রামের নাম পরিবর্তন করে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম রেখেছি। এবারের ভর্তি পরীক্ষায় কোটার ক্ষেত্রে আমরা সুবিধাবঞ্চিত বিশেষ করে ট্রান্সজেন্ডারদের যুক্ত করেছি।’ 

ফিয়ের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষার কার্যক্রম বিবেচনা রেখে ফি বাড়ানোর প্রস্তাব এলেও সেটি না করে মানবিক দিক বিবেচনা করে আগের ফি এক হাজার টাকাই রাখা হয়েছে।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক