হোম > সারা দেশ > ঢাকা

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার মো. খালিদ মাহমুদ। ছবি: সংগৃহীত

পাগলের বেশ ধরে সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিদ মাহমুদ হৃদয় খান ফেসবুকে ভিডিও পোস্ট করতেন, যেখানে তিনি মানসিক রোগীর অভিনয় করে মেয়েদের হিজাব না পরার কারণে অশালীন মন্তব্য করতেন। এসব ভিডিওতে তিনি কখনো বলতেন, ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’, আবার কখনো কম বয়সী মেয়েদের উদ্দেশ করে কটূক্তি করতেন।

এক ভিডিওতে দেখা যায়, তিনি দুই কিশোরীকে ‘হিন্দু’ উল্লেখ করে কটাক্ষ করেন এবং তাদের হিজাব বা বোরকা পরার নির্দেশ দেন। তাঁর এমন বক্তব্য শুধু নারীবিদ্বেষই নয়; বরং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির আশঙ্কাও সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হৃদয়ের এ কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা এবং নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির এক জঘন্য প্রচেষ্টা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট