হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ৬ ছিনতাইকারী আটক, ছোরা-চাকু জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার মো. মানিকের ছেলে আল আমিন ওরফে মাহিম (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. কালাচানের ছেলে মো. শুভ (২৩), গাজীপুরের পূবাইলের মো. সেলিমের ছেলে মো. রাসেল (১৮), শরীয়তপুরের সখীপুরের মো. সিরাজের ছেলে মো. সোহান (২৫), বরগুনার বামনা উপজেলার হাশেম মৃধার ছেলে রফিকুল ইসলাম (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবু সিদ্দিকের ছেলে মো. ওয়াহেদ (১৯)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, ছোরা, ব্লেড জব্দ করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা মূলত বাস, প্রাইভেট কারে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যেতেন। সেই সঙ্গে অন্ধকারের মধ্যে কাউকে একা পেলে ছুরি ঠেকিয়ে সব কেড়ে নিতেন। তাঁরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা করা হচ্ছে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ