হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ৬ ছিনতাইকারী আটক, ছোরা-চাকু জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার মো. মানিকের ছেলে আল আমিন ওরফে মাহিম (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. কালাচানের ছেলে মো. শুভ (২৩), গাজীপুরের পূবাইলের মো. সেলিমের ছেলে মো. রাসেল (১৮), শরীয়তপুরের সখীপুরের মো. সিরাজের ছেলে মো. সোহান (২৫), বরগুনার বামনা উপজেলার হাশেম মৃধার ছেলে রফিকুল ইসলাম (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবু সিদ্দিকের ছেলে মো. ওয়াহেদ (১৯)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, ছোরা, ব্লেড জব্দ করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা মূলত বাস, প্রাইভেট কারে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যেতেন। সেই সঙ্গে অন্ধকারের মধ্যে কাউকে একা পেলে ছুরি ঠেকিয়ে সব কেড়ে নিতেন। তাঁরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা করা হচ্ছে।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ