হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ৬ ছিনতাইকারী আটক, ছোরা-চাকু জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার মো. মানিকের ছেলে আল আমিন ওরফে মাহিম (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. কালাচানের ছেলে মো. শুভ (২৩), গাজীপুরের পূবাইলের মো. সেলিমের ছেলে মো. রাসেল (১৮), শরীয়তপুরের সখীপুরের মো. সিরাজের ছেলে মো. সোহান (২৫), বরগুনার বামনা উপজেলার হাশেম মৃধার ছেলে রফিকুল ইসলাম (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবু সিদ্দিকের ছেলে মো. ওয়াহেদ (১৯)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, ছোরা, ব্লেড জব্দ করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা মূলত বাস, প্রাইভেট কারে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যেতেন। সেই সঙ্গে অন্ধকারের মধ্যে কাউকে একা পেলে ছুরি ঠেকিয়ে সব কেড়ে নিতেন। তাঁরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা করা হচ্ছে।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে