হোম > সারা দেশ > ঢাকা

বাসের গেট থেকে পড়ে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল বাসচালকের

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপভ্যান চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসের চালক ছিলেন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শহিদুল ইসলাম বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসচালক মো. কানন বলেন, তাঁরা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। ওই বাসের মধ্যে তিনি ঘুমিয়ে ছিলেন। বাসের হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন বাবু। গাড়িটি চালাচ্ছিলেন তাঁদের এক বন্ধু।

কানন আরও বলেন, মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বাস পাশ থেকে তাঁদের বাসটিকে চাপা দেয়। এতে রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে বাসের গেটে দাঁড়িয়ে থাকা বাবু রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাবু। মুমূর্ষু অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাবু উত্তরা জসিমউদ্দিন রোডে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মগবাজার ফ্লাইওভারের ওপরে বাস থেকে পড়ে যান ওই ব্যক্তি। পরে পিকআপভ্যানের চাপায় আহত হন। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ