হোম > সারা দেশ > ঢাকা

বাসের গেট থেকে পড়ে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল বাসচালকের

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপভ্যান চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসের চালক ছিলেন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শহিদুল ইসলাম বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসচালক মো. কানন বলেন, তাঁরা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। ওই বাসের মধ্যে তিনি ঘুমিয়ে ছিলেন। বাসের হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন বাবু। গাড়িটি চালাচ্ছিলেন তাঁদের এক বন্ধু।

কানন আরও বলেন, মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বাস পাশ থেকে তাঁদের বাসটিকে চাপা দেয়। এতে রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে বাসের গেটে দাঁড়িয়ে থাকা বাবু রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাবু। মুমূর্ষু অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাবু উত্তরা জসিমউদ্দিন রোডে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মগবাজার ফ্লাইওভারের ওপরে বাস থেকে পড়ে যান ওই ব্যক্তি। পরে পিকআপভ্যানের চাপায় আহত হন। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন