হোম > সারা দেশ > ঢাকা

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বন্ধে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক তিন্না খুরশিদ জাহানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আজ সোমবার এ নোটিশ পাঠান। 

শিক্ষাসচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং স্কুলের অধ্যক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। 

অবিলম্বে তিন্না খুরশিদ জাহানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে নোটিশে। আর বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে হুমায়ন কবির পল্লব জানান, তিন্না খুরশীদ জাহান তাঁর ভাইয়ের মেয়ের অভিভাবক হিসেবে আদালত কর্তৃক মনোনীত হয়েছেন। ২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তিনি ফরম পূরণ করে জমা দেন। কিন্তু তাঁর নাম অন্তর্ভুক্ত না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তিন্না খুরশীদ জাহান তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে সাড়া না পেয়ে এ নোটিশ পাঠান বলে জানান তিনি। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ