হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’

হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে