হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’

হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব