মাদারীপুরে বাড়ির উঠানে কাজ করার সময় সাপের ছোবলে জলিল মাতুব্বর (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম মস্তফাপুরে কৃষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।
মৃত জলিল মাতুব্বর ওই গ্রামের মৃত সেকান আলী মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ শেষে জলিল মাতুব্বর নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় তাঁর পায়ে সাপ ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে তাঁকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, সাপের ছোবলে এক কৃষক মারা গেছেন। তবে তাঁদের পরিবারের কোনো অভিযোগ নেই।