হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসচাপায় আইনজীবী ও প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কাকরাইল ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। গতকাল বুধবার দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটেছে। 

নিহত দুজন হলেন—সুপ্রিম কোর্টের আইনজীবী মোখলেছুর রহমান (৭৫)। কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় নিহত হন তিনি। অপরজন হলেন—জাসিদুল মিয়া (২৪)। হাতিরঝিলে একটি প্রাইভেট কার তার মোটরসাইকেল ধাক্কা দিলে নিহত হন তিনি। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী তাঁর বন্ধু সৌরভ হোসেন (২৯) আহত হয়েছেন।
 
নিহত মোখলেছুর রহমানের ছেলে শরীফ ইবনে রহমান জানান, তাঁদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। বর্তমানে মুগদাপাড়ায় থাকেন। তাঁর বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি পুরানা পল্টনে চেম্বারে বসতেন।

তিনি আরও জানান, বুধবার রাত ৮টার দিকে তাঁর বাবা ব্যক্তিগত কাজে কাকরাইলে যান। সেই কাজ শেষ করে আবার পুরানা পল্টনে তাঁর চেম্বারে যাওয়ার জন্য বের হন। কাকরাইল মোড়ে দাঁড়িয়েছিলেন রিকশার জন্য। এমন সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোড় ঘোরানোর সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠিয়ে দেয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত সৌরভ হোসেনের স্ত্রী ইসরাত জাহান জানান, সৌরভ ও তাঁর বন্ধু জাসিদুল হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৌরভের নিজের মোটরসাইকেলে করে জাসিদুলকে নিয়ে স্থানীয় থানায় যাচ্ছিলেন একটি কাজে। হাতিরঝিলে এলে একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জাসিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সৌরভকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

মৃত জাসিদুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পুরানগাঁও গ্রামে। বাবার নাম মহিউদ্দিন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইলে এক আইনজীবী বাসের ধাক্কায় মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাসিদুল নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাঁর বন্ধু আহত সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার