হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি রেখেই পাটুরিয়ায় উদ্ধারকাজ শেষ

মানিকগঞ্জ প্রতিনিধি

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পাটুরিয়ায় উদ্ধারকাজ আপাতত শেষ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার শেষে যানবাহন উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এখনো ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

উদ্ধার অভিযানে মোট ৭টি কাভার্ডভ্যান, ৭টি ট্রাক এবং ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরিতে থাকা সব ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। একজনের অভিযোগের ভিত্তিতে একটি মোটরসাইকেল খুঁজে দেখা হবে। ডুবে যাওয়া ফেরি উদ্ধারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কাজ করা হবে। 

আজ রোববার সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা অলস সময় কাটাচ্ছে। ফেরিটি পন্টুনের পাশে এখনো ডুবে রয়েছে। তবে কবে নাগাদ ফেরিটি উদ্ধার করা হবে এসংক্রান্ত কোন তথ্য জানা যায়নি। 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলা বিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু