মাদারীপুরে বিদ্যুতায়িত হয়ে মোফাজ্জেল হোসেন (২৪) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর শহরের পাঠককান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত মোফাজ্জেল হোসেন পাঠককান্দি এলাকার এরফান উদ্দিন মুন্সির ছেলে। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির পানির পাম্পে পানি উঠতে সমস্যা দেখা দিলে মোফাজ্জেল নিজেই বিদ্যুতের কাজ শুরু করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে তিনি দেশের বাড়িতে বেড়াতে আসেন
এ ব্যাপারে সদর হাসপাতালের মেডিকেল চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই যুবককে হাসপাতালে আনলে চেক-আপ করে দেখা যায়, তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরে পারিবারিকভাবে মৃতদেহ নিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়নি।