রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে লাগা আগুন প্রায় ৫০ মিনিট পরে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে ১০টা ৫৮ মিনিটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, তিনতলা ভবনের নিচতলায় ওয়্যারহাউস থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারতলা ভবনের চারতলা থেকে আগুনের সূত্রপাতের কথা বলা হয়েছিল, এটা ভুল। খবরদাতাদের সঙ্গে মিস কমিউনিকেশনের ফলে এমনটা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতের খবরও নেই আমাদের কাছে।’
এর আগে সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ৯টি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয় প্রায় এক ঘণ্টার চেষ্টায়।
এ দিকে অগ্নিকাণ্ডের পর রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাকসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।