হোম > সারা দেশ > গাজীপুর

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল নারী শ্রমিকের অর্ধগলিত লাশ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে ভাড়া বাসায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাককর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাসন থানাধীন ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম শেখা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, শেখা বেগম স্বামীর সঙ্গেই মহানগরীর ইসলাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন ধরেই তাঁদের ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। 

আজ মঙ্গলবার সকালে পাশের ভাড়াটেরা শেখা বেগমের বন্ধ থাকা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান বিছানায় কাঁথা দিয়ে প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। 

খবর পেয়ে পুলিশ গিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে প্রতিবেশীরা লাশটি শেখা বেগমের বলে শনাক্ত করেন। কিন্তু শেখা বেগমের স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে শেখা বেগমকে হত্যার পর তাঁর মরদেহ কাঁথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে স্বামী পালিয়ে গেছেন। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন বা আলামত বোঝা যায়নি। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ

দিলীপ আগরওয়ালার স্ত্রী সবিতার বাণিজ্যিক স্পেস, দোকানসহ জমি জব্দের আদেশ

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা