হোম > সারা দেশ > ঢাকা

স্কুলশিক্ষককে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্কুলশিক্ষককে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে অভিযুক্ত আলী আহমেদ জনিকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনার ভুক্তভোগীর নাম মোহাম্মদ আনিসুর রহমান। তিনি লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অন্যদিকে অভিযুক্ত যুবক আলী আহমেদ জনি ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত ইরশাদ আলী মাস্টার ও বর্তমানে সহকারী প্রধান শিক্ষিকা সালমা পারভেজের ছেলে। গত বছরের ২৬ ডিসেম্বর বেজগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘জনির মা সালমা পারভেজ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। আমি তাঁর (জনি) মাকে তাঁর ব্যাপারে বিভিন্ন সময়ে কুপরামর্শ দিই-এমন অভিযোগে তোলে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অদূরে মোটরসাইকেলে এসে সে আমাকে সামনে পেয়ে রাস্তার পাশে টিনের বেড়ায় ঠেসে গলায় থাকা মাফলার দিয়ে চেপে ধরে। এতে আমার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এ সময় আমার চিৎকারে লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে। পরে আমি ওই দিন সন্ধ্যায় থানায় গিয়ে জনির বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।’ 

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন সোমবার বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার দিন ছিল। ওই সময় সহকারী শিক্ষক আনিস তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় অভিযুক্ত জনি তাকে একা পেয়ে মারধর করেন। পরে বিদ্যালয়ে অবস্থানরত ম্যানেজিং কমিটির সভাপতি বিএম শোয়েব, সদস্য সাংবাদিক সাইদুর রহমান টুটুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। 

এ বিষয়ে সভাপতি বিএম শোয়েব অভিযুক্ত জনির মা শিক্ষিকা সালমা পারভেজকে দিয়ে জনিকে ডেকে আনে। এ সময় তাঁকে শিক্ষক আনিসকে মারধরের জন্য ক্ষমা চাইতে বলেন। কিন্তু জনি এতে আরও ক্ষিপ্ত হন এবং ক্ষমা চাইবেন না বলেই চলে যান। 

এলাকাবাসী ও স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, আলী আহমেদ জনি মাদকাসক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। বাবা-মা দুজনেই শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি বখাটে হয়ে গেছেন। তা ছাড়া এক ভাই বিদেশে থাকায়, বোন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোনজামাই অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় প্রভাব খাঁটিয়ে বিভিন্ন অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। 

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর জানান, গতকাল সোমবার শিক্ষক আনিসুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আলী আহমেদ জনিকে গ্রেপ্তার করে বিকেলে কোর্টে চালান করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’