রাজধানীর বিমানবন্দরের ‘মুক্তিযোদ্ধা কমান্ড’ ব্যানারযুক্ত একটি অফিস থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মাহবুবুর রহমান (৫৫), আনোয়ার হোসেন ওরফে জামাই বাবু (৪৫) ও মো. জামাল (৩৫)।
বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিকাইল মোল্লা আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এএসআই মিকাইল মোল্লা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে বিমানবন্দর গোলচক্কর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড নামক একটি অফিস থেকে মূল হোতা মাহবুবুর রহমান আনোয়ার হোসেন ওরফে জামাই বাবু ও মো. জামাল নামের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারকালে তাঁদের তিন জনের পকেট থেকে ৫৮২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা ওই ঘরে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা ও আসর পরিচালনা করে আসছিলেন।’
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়ে পুলিশ।