হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলক্ষেতের মেস থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২-এর একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এসআই রাসেল পারভেজ বলেন, ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন একটি খবরে ঘটনাস্থলে যাই। সেখানে দরজা ভেঙে খাটে শায়িত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পাই।

এসআই বলেন, মৃত ব্যক্তির নাম জয়দেব কুমার দাস। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন বলে জানতে পেরেছি। পাঁচ থেকে ছয় দিন আগে তিনি ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন। আরও একজন হিন্দু চিকিৎসক ছিলেন। তিনি পূজার ছুটিতে বাড়ি গেছেন।

 ওই পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধারের সময় তাঁর হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল এবং হাতে ক্যানোলা করা ছিল। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু