হোম > সারা দেশ > ঢাকা

আবরার হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ছাত্র–শিক্ষক সমাবেশ

ঢাবি প্রতিনিধি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ছাত্র-শিক্ষক সমাবেশ ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব ও সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর, আলোকচিত্রী শহিদুল আলমসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী। 

আবদুল লতিফ মাসুম বলেন, আবরার ফাহাদ একটি স্ট্যাটাস দিয়েছিল। আর সেই স্ট্যাটাস গায়ে লেগেছিল এই দেশের ভারতীয় স্বার্থের অনুগত আওয়ামী লীগ ও তার প্রতিপালিত গুন্ডাবাহিনীর কাছে। গুন্ডাবাহিনীর সহ্য হয়নি, তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। 

নুরুল হক নুর বলেন, বুয়েটে যারা ছাত্রলীগ করছে তাঁরা সবাই আবরারের খুনিদের মতো দুর্বৃত্ত, এটা বিশ্বাস করি না। আমরা মনে করি সেটা সত্যও নয়। অনেকেই হয়তো এই দুর্বৃত্তায়নের চরিত্র ধারণ করতে পারে। আমিও ছাত্রলীগ করেছি, তবে দুর্বৃত্তায়নের সঙ্গে নিজেকে জড়াইনি। 

এ সময় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান নুর। এ ছাড়া আবরার ফাহাদ হত্যাকরীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি। 

অডিও কলে যুক্ত হয়ে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আমি সরকারের কাছে আহ্বান জানাই, আমার ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। দোষীদের ফাঁসি চাই।’ 

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট