হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে হাজারী গুড় তৈরির কারিগরদের সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনারের সভা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে জড়িত গাছিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

‘শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ’ এই প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মিজান খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় হাজারী গুড় তৈরির গাছিরা জানান, দিনে দিনে খেজুরগাছ বিলুপ্ত হওয়ায় খেজুরগাছ রোপণসহ সুদমুক্ত ঋণ চাই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, খেজুরগাছ বৃদ্ধিতে এ্ররই মধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেজুরগাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেজুরগাছ রোপণ করা হয়, তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

উপজেলা পর্যায়ে সরকারের কৃষিঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পান, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি